শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৩ বার যাবজ্জীবন ভারতীয় চিকিৎসকের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মেডিকেল চেকআপের নামে নারীদের যৌন হেনস্থা করায় লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসককে তিনবার যাবজ্জীবন দেওয়া হয়েছে। আদালত সূত্রের খবর, ক্যানসারের মিথ্যা ভয় দেখিয়ে নারীদের ঘনিষ্ঠ পরীক্ষার অছিলায় যৌন হেনস্থা করতেন ওই চিকিৎসক। তার এই কুমতলব সামনে আসার পরই একাধিক অভিযোগ দায়ের হয়। এর প্রেক্ষিতেই সামনে আসে ২৩ নারী ছাড়াও ১৫ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে তিনি অশালীন আচরণ করেছেন। লন্ডনের এই ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের বিরুদ্ধে মোট ৯০টি যৌন হেনস্থার মামলা দায়ের হয়। সেই মামলাগুলোর বিচারেই এই সাজা দেওয়া হয়। রায় ঘোষণার সময় বিচারক অভিযুক্তকে ‘প্রতারণার মাস্টার’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘উনি ক্ষমতার অবস্থানের অপব্যবহার করেছেন।’ ভারতীয় বংশোদ্ভ‚ত সাজাপ্রাপ্ত এই চিকিৎসকের নাম মণীশ শাহ। ওল্ড বেইলি কোর্টের বিচারক অ্যান মলিনেক্স এই রায় ঘোষণা করেন। এই চিকিৎসক ক্যানসারের মিথ্যাা গল্প শুনিয়ে, তার কাছে আসা নারীদের মধ্যে আতঙ্ক তৈরি করতেন। এরই সুযোগ নিয়ে চলত যৌন নির্যাতন। আদালত স‚ত্রের খবর, ২৫টি যৌন অপরাধ মামলায় গত বছরের ডিসেম্বরেই তিনি দোষী সাব্যস্ত হন। সবগুলোই ঘটেছিল লন্ডনের মাওনি মেডিকেল সেন্টারে। ঘটনার শিকার ৬ জন। এর আগে ২০১৮ সালে আর একটি শুনানিতেও মাঝবয়সি এই চিকিৎসককে দোষীসাব্যস্ত করা হয়েছিল। দু-বছর আগের ওই মামলায় ১৮ নারী তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। সবমিলিয়ে এদিন ৯০টি মামলার সাজা একসঙ্গে ঘোষণা হয়েছে। জানা গেছে, অভিযুক্ত মণীশ শাহ জেনারেল প্র্যাক্টিশনার হিসেবে রোগী দেখতেন। হিন্দুস্থান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন