মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাজবাড়ীতে বিচার দাবিতে মানববন্ধন

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত ব্যবসায়ী সফিক সরদার হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গতকাল রোববার সকালে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তৃতা করেন নিহত সফিক সরদারের চাচা মো. ইউনুস সরদার, ভাই মো. শহিদুল সরদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার ফজলুর রহমান। বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ী সফিক সরদার হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
জানা যায়, গত ৯ জানুয়ারি মাত্র ১০০ টাকার লেনদেন নিয়ে স্থানীয় সালাম শেখের লোকজন নিয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আদু মাতুব্বর পাড়া এলাকার ইসলাম সরদারের ছেলে সফিক সরদারকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ১৯ দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় সফিক। হামলার ঘটনার দুইদিন পর গত ১১ জানুয়ারি শফিকের বাবা ইসলাম সরদার বাদি হয়ে রিংকু শেখ, আব্দুস সালাম শেখ, তার ছেলে মোহাম শেখ, আহম্মদ শেখ, তার ভাই আব্দুল কাদের শেখ, মোতালেব শেখ, ভাতিজা ইউছুফ শেখ, আব্দল্লাহ শেখ ও লুৎফর খা’র নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন