বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শহীদ মিনারগুলো নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪৬ পিএম

‘দেশের সব শহীদ মিনার এবং সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। পাশাপাশি অগ্নিনির্বাপণের ব্যবস্থাও থাকবে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজের কার্যালয়ে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিরাপত্তা সম্পর্কিত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমনটা জানিয়েছেন।

মন্ত্রী জানান, ‘কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসা দর্শনার্থীদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিদেশি অতিথি এবং কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। যে কোনও ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর পাশাপাশি গোয়েন্দা বাহিনীগুলোও তৎপর থাকবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ে তিনি বলেন, ‘বিচারের স্বার্থে মামলার জট কমাতে কিছু সংযোজন-বিয়োজনের প্রয়োজন ছিল। সেটিই করা হয়েছে মাত্র। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এখন মাত্র কেবিনেটে নীতিগত অনুমোদন হলো। আইন মন্ত্রণালয় থেকে এটি আবার কেবিনেটে আসবে, পরে সংসদে যাবে। সংসদ থেকে সংসদীয় কমিটিতে যাবে, আবার সংসদে আসবে। এরপর পাস হলে আইনের কার্যকারিতা শুরু হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন