শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আজীবন প্রেসিডেন্ট থাকার বাসনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিশংসন ঝামেলা উতরে গেছেন। এখন তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে আজীবন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার বাসনা প্রকাশ করেছেন ট্রাম্প। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, এই ভিডিও কখনও পুরনো হবে না। ট্রাম্প এর আগেও দুবার একই ভিডিও প্রকাশ করেছিলেন। রোববার মার্কিন প্রেসিডেন্ট প্রথম ভিডিও প্রকাশ করার পর নিজের পুরনো আরেকটি টুইটার বার্তা পুনঃপ্রকাশ করেন। ওই বার্তায় তিনি একজন বিশ্লেষকের বক্তব্য তুলে ধরেছিলেন, যেখানে ওই বিশ্লেষক বলেছিলেন, অন্য সব প্রেসিডেন্টের চেয়ে এই প্রেসিডেন্ট বেশি কাজ করেছেন। এর পর ট্রাম্প লিখেছেন, ‘তিনি সম্প‚র্ণ সত্য বলেছেন।’ এদিকে স¤প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশটির ৬০ শতাংশ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের কাজে অসন্তুষ্ট হয়ে আছেন। এ ছাড়া ২০১৮ সালে দৈনিক গড়ে ১৫টি মিথ্যে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত বছরটি ট্রাম্পের জন্য ছিল মিথ্যা, ভুল বিবৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বছর। অহরহ মিথ্যা বলে অভ্যস্ত ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের তৃতীয় বার্ষিকীতে দেয়া ভাষণেও তার এই পুরনো অভ্যাস ছাড়তে পারেননি। ওই ভাষণে তিনি যেসব দাবি করেন বাস্তবতার সঙ্গে তার অনেক পার্থক্য রয়েছে। বিশেষ করে তেল উৎপাদন, বেকারত্ব দ‚রীকরণ এবং অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে তার অসঙ্গতিপ‚র্ণ কথাবার্তা মানুষের মনে হাস্যরসের জন্ম দেয়। আমেরিকার চিকিৎসকরা বহুবার ট্রাম্পের মানসিক স্বাস্থ্যের ভয়াবহ অবস্থা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। উল্টোপাল্টা বক্তব্য, নির্দেশ, বিতর্কিত কাজকর্ম,অশালীন ও অভদ্র আচরণের কারণে আমেরিকার বহু মানুষ ট্রাম্পকে সেদেশের প্রেসিডেন্টের যোগ্য মনে করেন না।অতি স¤প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশটির শতকরা ৬০ ভাগ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের কাজে অসন্তুষ্ট হয়ে আছেন। রয়টার্স, পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন