বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগান শরণার্থী বিষয়ে সম্মেলন করবে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

পাকিস্তানে আফগান উদ্বাস্তু আগমনের চার দশক উপলক্ষে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের সঙ্গে যৌথভাবে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইসলামাবাদ। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে অভিযান চালানোর পর এই পাকিস্তানমুখি শরণার্থী স্রোত তৈরি হয়। পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র আয়শা ফারুকি রোববার এক বিবৃতিতে বলেন, ১৭-১৮ ফেব্রুয়ারি ইসলামাবাদে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইমরান খান। সম্মেলনের শিরোনাম হলো: পাকিস্তানে আফগান শরণার্থী উপস্থিতির ৪০ বছর : সংহতির নতুন অংশীদারিত্ব। মুখপাত্র বলেন, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং আফগান শরণার্থীদের সহায়তা করছে এমন ২০টি দেশের মন্ত্রী ও সিনিয়র অফিসাররা এতে যোগ দিবেন। জাতিসংঘ, বহুজাতিক উন্নয়ন ব্যাংক, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের উচ্চ পদস্থ কর্মতারাও এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এক্সপ্রেস ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন