শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছাগলনাইয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুরশিদ আলম নামের এক সিকিউরিটি গার্ড নিহত

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৯:০১ পিএম | আপডেট : ৯:০৩ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২০

ছাগলনাইয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুরশিদ আলম (৫৮) নামের ফেনীর এক বেসরকারী হাসপাতালের সিকিউরিটি গার্ডকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকাল ৪ টায় ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ওই গ্রামের মৃত নুর আহাম্মদের পুত্র ফেনীর কার্ডিয়াক হাসপাতালের সিকিউরিটি গার্ড নিহত খুরশিদ আলমের সাথে পুকুরের মাছ ভাগাভাগি নিয়ে একই বাড়ীর নজির আহাম্মদের পুত্র গিয়াস উদ্দিনের (৫৫) কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে গিয়াস উদ্দিন তার পুত্র মেজবা উদ্দিনসহ একদল সন্ত্রাসী লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে খুরশিদ আলমের উপর আক্রমন চালায়। এসময় খুরশিদ আলমকে পিটিয়ে ও শ্বাসরোধ করে গুরুত্বর আহত করে সন্ত্রাসীরা । মুমূর্ষূ অবস্থায় গিয়াস উদ্দিনকে এলাকাবাসী উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সন্ত্রাসী হামলায় খুরশিদ আলম নিহতের সত্যতা স্বীকার করেছেন ঘোপাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম ও ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন