মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা ইয়েস কার্ড পেয়েছে কক্সবাজারের দুই শিশু ক্বারী

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৩৫ পিএম

জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা- আমান সিম সাওতুল কোরআন-এ ‘ইয়েস কার্ড’ পেয়েছে কক্সবাজারের দুই শিশু ক্বারী। আসছে পবিত্র রমজানে এসএ টিভির পর্দায় অনুষ্ঠিত হবে জাতীয় এই ক্বিরাত প্রতিযোগিতা আমান সিম সাওতুল কোরআন- সিজন-৫, ২০২০।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে কক্সবাজার শহরের বদর মোকাম জামে মসজিদ প্রাঙ্গণে প্রজাপতি মিডিয়া আয়োজিত শুদ্ধ কোরআন তিলাওয়াতের ওপর এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাফেজে কুরআনরা অংশগ্রহণ করেন। এতে 'ইয়েস কার্ড’ পেয়েছেন।
সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ২ প্রতিযোগি। 

এই দুই শিশু ক্বারী হলো তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার শাহ তাসনীমুল হাসান জুনাইদ ও দারুল আরকাম তাহফীযুল কুরআন মাদরাসার মোহাম্মদ জোবাইর। এতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন- বাংলাদেশ বেতারের ক্বারী সাইফুল ইসলাম আল হোসাইনী (পারভেজ)।
বিচারক ছিলেন, কক্সবাজারের প্রসিদ্ধ আলেমে দ্বীন ক্বারী জহিরুল হক, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি সোলাইমান কাসেমী, কক্সবাজার দারুল আরকাম তাহফীযুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -কক্সবাজার দারুল কুরআন মাদরাসার সহকারী পরিচালক ক্বারী সাইফুল্লাহ কাসেমী, তানযীমুল উম্মাহর শিক্ষক হাফেজ আবদুল্লাহ আল মামুন, ক্বারী নুরুল হক, ক্বারী আব্দুর রহমান, মোঃ আরব আলী সিকদার, মোঃ রহমত আলী, মোঃ জামাল উদ্দিন।

কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মাওলানা আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে বাছাই অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডাক্তার রেজাউল করীম মনছুর। প্রধান অতিথি ছিলেন বদর মোকাম মসজিদ কমিটির সভাপতি আলহাজ রফিকুল হুদা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলহাজ্ব আবুল কাশেম। এছাড়া প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রধান সহকারি পরিচালক অপু সরকার, সহকারী পরিচালক তাহসান ইসলাম ও ক্যামেরা পার্সন হাসান ভুইয়া এসময় উপস্থিত ছিলেন।
প্রজাপতি মিডিয়া প্রযোজিত আমান সিম সাওতুল কোরআন প্রতিযোগিতায় ইয়েস কার্ডপ্রাপ্ত ২ ক্বারীকে চলতি মার্চ মাসের শেষ সপ্তাহের দিকে ‘গ্রুমিং’ এর জন্য ঢাকায় ডাকা হবে। এপ্রিল মাসের মধ্যে তাদের নিয়ে শুটিং হবে। সারাদেশ থেকে বাছাইকৃত ক্বারীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। রেকর্ডেট পবিত্র কোরআন তেলাওয়াত পুরো রমজান মাস জুড়ে এসএ টিভিতে সম্প্রচার করা হবে।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থানকারী পাবে ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্বারীকে দেয়া হবে সান্ত্বনা পুরস্কার।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন