বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘মাদক সেবীদের পরিহার করুন এরা সমাজের অভিশাপ’

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীদের পরিহার করার আহবান জানিয়েছেন ময়মনসিংহ রেজ্ঞ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বিপিএম।

তিনি বলেন, ‘শিক্ষাঙ্গনে মাদক সেবীরা থাকলেও তারা সহপাঠীর সংস্পর্শে মাদক মুক্ত হবে। তাদের বুজিয়ে মাদক পরিহার করে সুশিক্ষার পথে ফিরে আনতে হবে। আর যদি তা না হয়, তবে তাকে পরিহার করতে হবে। কারণ মাদকসেবীরা সমাজের অভিশাপ। তিনি আরো বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি বিষয়ে জিরো টলারেন্সে নীতি ঘোষণা করেছেন। তা হলো- মাদক, সন্ত্রাস ও দুর্নীতি। এদের ছাড় নেই।’

গতকাল সোমবার দুপুরে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হল রুমে
‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ মাদক সমাজের জন্য আর্শিবাদ নয়, অভিশাপ শ্লোগানে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিতে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি প্রফেসর মো, জালাল উদ্দিন, অতিরিক্ত ডিআইজি ড. মো: আক্কাছ উদ্দিন ভূঞা, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, সহকারি পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাকিবুল ইসলাম প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন