শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে দ্বিতীয় বার পিসিআই ডিএসএস সার্টিফিকেশন সম্পন্ন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ৭:০০ পিএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) পেমেন্ট কার্ড ইন্ড্রস্ট্রি ডাটা সিকিউরিটি স্টান্ডার্ড (পিসিআইডিএসএস) সার্টিফিকেশনের চাহিদা অনুযায়ী ২য় বারের মতো পরিপালন সম্পন্ন করেছে। ২০১৯ সালে ১ম বার ইউসিবি এই সার্টিফিকেশনের পরিপালন সম্পন্ন করে।

২য় বারের মতো সার্টিফিকেশনের পরিপালন উদযাপন করেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল; ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ; কন্ট্রোলকেস এলএলসির প্রেসিডেন্ট সুরেশ দাদলানি; হেড অফ অভ্যন্তরীন নিয়ন্ত্রন ও পরিপালন মোহাম্মদ জিয়াউল্লাহ খান; ইউসিবির হেড অফ ইনফরমেশন টেকনোলজি জনাব এ ওয়াই এম মোস্তফা সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা।

ভিসা, মাস্টার কার্ড, জেসিবি, ডিসকভারি সেবা প্রদানকরী প্রতিষ্ঠান যারা কার্ড গ্রহীতার তথ্য বা সংবেদনশীল তথ্যের সংরক্ষন, প্রক্রিয়াকরন ও আদান প্রদানে সর্ব্বোচ্চ নিরাপত্তা গ্রহন করে, তাদের দ্বারা গৃহীত একটি বৈশ্বিকভাবে স্বীকৃত কার্ড তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা হলো পিসিআই ডিএসএস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন