শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে’

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানে দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে। প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয় করছে। কোন কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। ধান ও চালের পর্যাপ্ত মজুদের জন্য দেশের সব নষ্ট ও পরিত্যক্ত গুদাম মেরামতের কাজ চলছে। সারাদেশের খাদ্য গুদামগুলো ’২১ সালের মধ্যে মেরামত কাজ সম্পন্ন হবে।
গতকাল দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন খাদ্যগুদাম পরিদর্শনে এসে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় খাদ্য সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) অনুপ দাস, ওসিএলএসডি মনির হোসেন উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী আরো বলেন, জেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা প্রায় ১৭ হাজার মেট্রিক টন। যার চার ভাগের একভাগও এখনও ক্রয় করা হয়নি। যেসব কৃষক এখনও ধান বিক্রয় করতে পারেনি তাদের ধান বিক্রয়ের জন্য উৎসাহিত করা হচ্ছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন