বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চীনে আটকে থাকা বাংলাদেশিদের আনতে ‘আমরা একটু সময় নিচ্ছি, টাকার অভাব নেই’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৫:২৭ পিএম | আপডেট : ৫:২৮ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২০

করোনাভাইরাসে বিপর্যস্ত চীন থেকে বাংলাদেশিদের ফেরত আনতে আরো সময় নিতে চায় সরকার, এ ক্ষেত্রে টাকার কোনো অভাব নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে নিজ দফতরে এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘টাকার অভাবের কথা তিনি কখনও বলেন নাই। তিনি যেটা বলতে চেয়েছেন, প্রথমেই ৩শ’র বেশি লোককে আমরা গিয়ে নিয়ে আসলাম। সেখানে টাকার ব্যাপারটা ছিল না। কিন্তু চীনের উহানে ক্যাপ্টেইন, ক্রুরা যারা বিমানে করে গেলেন, তাদেরকে এখন আর কোথাও যেতে দিচ্ছে না। এমনকি এয়ারক্রাফটগুলোও আর কোথাও যেতে দিচ্ছে না। এভাবে বন্ধ হয়ে গেলে তো আমরা কাজ করতে পারব না। সেজন্য উই আর টেকিং সাম টাইম (এজন্য আমরা একটু সময় নিচ্ছি)। টাকা বা অর্থের অভাব, এসব কোনো ব্যাপার না।

এর আগে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন থেকে বাংলাদেশি কাউকে এই মুহূর্তে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না। ব্যক্তিগত খরচে কেউ ফিরলে পরবর্তী ব্যবস্থা সরকার নেবে। আগে আমরা যাদের এনেছি, তিন কোটি টাকা আমার প্লেন ভাড়া দিতে হয়েছে, আমার ফান্ডে আর কোনো পয়সা নাই।’

এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘টাকার অভাব আমাদের নাই। অভাব থাকার কথাও না। সুতরাং, এখানে বোধহয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন