বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অর্ধেক ট্রাফিক পুলিশ গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার অর্ধেকের বেশি ট্রাফিক পুলিশকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া অতিরিক্ত কর্মঘন্টা বা ওভারটাইম, সরকারি জ্বালানি তেল ব্যক্তিগত গাড়িতে ব্যবহারসহ একাধিক অভিযোগে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মাল্টার ট্রাফিক পুলিশ ইউনিটের সদস্য সংখ্যা ৫০। এদের মধ্যে ৩০ জন গত তিন বছরে শত শত ঘন্টার ওভারটাইম কাগজে কলমে দেখিয়েছেন। বাস্তবে তারা ওই সময় কোনো দায়িত্ব পালন করেন নি। তাদেরকে পুলিশের ইকোনোমিক ক্রাইমস ইউনিট জিজ্ঞাসাবাদ করছে। কিছু কর্মকর্তা সরকারি কাজের জন্য দেওয়া জ্বালানি তেল ব্যক্তিগত গাড়িতে ব্যবহার করেছেন। অর্ধেকের বেশি কর্মকর্তাকে গ্রেপ্তারের কারণে মঙ্গলবার সকালে সড়কে ট্রাফিক পুলিশের সংখ্যা কমে যায়। তাই দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ট্রাফিক পুলিশদের তলব করা হয়। প্রধানমন্ত্রী রবার্ট আবেলা বলেছেন, এটা ভালো যে পুলিশ নিজেই তার লোকবলের বিরুদ্ধে তদন্ত করছে। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন