বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রোটিয়াদের ১ রানের জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৭ এএম

মাত্র ১ রানে জয়। জয়ের জন্য শেষ ওভারে মাত্র ৭ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। কিন্তু লুঙ্গি এনগিডির দুর্দান্ত বোলিংয়ে ৫ রান নিতে পারে তারা। তাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১ রানের রুদ্ধশ্বাস জয় কুড়ায় দক্ষিণ আফ্রিকা। গতকাল ইস্ট লন্ডনের বাফেলো পার্কে আগে ব্যাট করে ২০ ওভারে ১৭৭/৮ সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে ১৭৬/৯-এ থামে ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার টেম্বা বাভুমা। অধিনায়ক কুইন্টন ডি কক ও রাশি ভ্যান ডার ডুসেনের ব্যাট থেকে আসে ৩১ রান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ক্রিস জর্ডান। মঈন আলী, টম কারেন, বেন স্টোকস, আদিল রশিদ ও মার্ক উড প্রত্যেকের শিকার একটি করে উইকেট।

১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার জেসন রয়ের ৩৮ বলে ৭০ ও অধিনায়ক এউইন মরগানের ৩৪ বলে ৫২ রানের ইনিংসে জয়ের পথেই ছিল ইংল্যান্ড।

কিন্তু প্রথম চার ব্যাটসম্যান ছাড়া বাকিদের কেউ ডাবল ফিগারে যেতে পারেননি। দলীয় ১৭১ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন মরগান। এনগিডির করা ইনিংসের শেষ ওভারে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেয়া এনগিডি হন ম্যাচসেরা।

এ নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টিতে ১ রানে কোনো ম্যাচ জিতলো দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের সবচেয়ে কম রানের জয়

১ রান- বনাম ইংল্যান্ড, ২০২০
১ রান- বনাম উইন্ডিজ, ২০১০
১ রান- বনাম নিউজিল্যান্ড, ২০০৯
২ রান- বনাম অস্ট্রেলিয়া, ২০০৬
২ রান- বনাম নিউজিল্যান্ড, ২০১৪

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন