মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে মুজিব শত বর্ষের ক্ষণ গণনা মেশিন ভাংচুর

জাপা-আ’লীগ সংঘর্ষে আহত ১১, গ্রেফতার ১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩২ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মুজিব শত বর্ষের ক্ষণ গণনার মেশিন ভাংচুরের ঘটনায় জাপা ও আ’লীগ হামলা, পাল্টা হামলায় ১১ জন আহত হয়েছে। এক জনকে পুলিশ গ্রেফতার করেছে। উপজেলা উন্নয়ন সমন্বয় সাধারণ সভা হয়নি।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা উন্নয়ন সমন্বয় সাধারণ সভা আরাম্ভ হতে যাচ্ছিল। এ সময় উপজেলা জাপার নেতা-কর্মীরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বদলির দাবিতে লাঠি ও ঝাড়– মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন। এরপর পরিষদ ভবনের ভিতরের গেটে স্থাপিত মুজিব শত বর্ষের ক্ষণ গণনা মেশিন জাপার কিছু উশৃঙ্খল নেতা কর্মী ভাংচুর করেন। এ ভাংচুরের খবর পেয়ে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা-পাল্টা হামলা ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। আহতরা হলেন, রুবেল, শাহ্-সুলতান, সুজন, আবুল কাশেম, পিয়েল, সুমন মিয়া, জয়নাল আবেদীন , বাবলু মন্ডল, আমিনুল ইসলাম, জুয়েল, খন্দকার মো: মাইদুল ইসলাম। এ ঘটনার পর উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকারের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে একটি মৌন মিছিল ও বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সভা অনুিষ্ঠত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক মাইদুল ইসলাম প্রমূখ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং জাপা কর্মী সাইফুল ইসলামকে গ্রেফতার করেন। সাইফুল উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের আজগার আলী ছেলে বলে জানা গেছে। এ দিকে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ নিয়ে থানা অফিসার ইনর্চাজ আব্দুল্লাহিল জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে এক জনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার জানান, মুজিব বর্ষের ক্ষণ গণনা মেশিন ভাংচুরের প্রতিবাদে তাৎক্ষনিক ভাবে একটি মৌন মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। তিনি আরো জানান জাতির জনকের শত বর্ষের ক্ষণ গণনার মেশিন ভাংচুরের ঘটনায় দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা করে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন