বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

তুমি

উজ্জ্বল দত্ত | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

তুমি তোমার মত থেকো

তোমাকে নিয়ে আমার কত রকম আয়োজন
তাইতো সাদা কাগজে আমার মনের কথা লিখেছি
আর আমার বরেষুদের নিমন্ত্রণ পাঠিয়েছি
এইতো এসে পড়ল বৈকি!
ঢেউ তুলুক নীলের নীলাভ অশ্রুজলে
আজ অঝোর ধারায় বৃষ্টি ঝরুক
মলিনতার ক্লান্তি সমাপ্ত হউক পৃথিবীতে,
একপেশে জীবনের সমস্ত আকাঙ্খা সেও
জড়তা কাটিয়ে পত্র পল্লবে পল্লবীত হউক
সবুজের নব জাগরণে ঢেউ তুলুক নতুন করে।
যে নারী ভালোবেসে ভালবাসার স্বীকৃতি দেয়না
সিঁথির সিঁদুরের তাৎপর্য বুঝেও বুঝেনা
তাকে নিয়ে সুখের নগরীতে ঘরবাঁধার স্বপ্ন,
নীলের নীলাভ অশ্রুজলে জীবনকে সপে দেয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন