শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সাহিত্য

বহমান নদী

কাজী মারুফ | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

 

বহমান নদীর ন্যায় জীবন ছুটছে দিগ্বিদিক
বিরামহীন চলছে দুর্গম পথের যাত্রা
ক্ষণিকের কণ্টকাকীর্ণ জীবনপ্রবাহ
ক্রমাগত চলছে অন্তের শেষ মাত্রা।
বৈচিত্র্যময় বসুধার মোহ আর প্রতিপত্তি
অবরুদ্ধ করে রাখে প্রতিটি প্রহর
ক্ষণেক্ষণে আত্মিক প্রশান্তির হয় অবসান
তিলেতিলে অগ্রসর হয়, সে এক বিষাদময় শহর।
কচুরিপানার মত জীবন ভাসমান থাকে অথৈ জলে
আকস্মিক ঢেউ এসে চূর্ণবিচূর্ণ করে সব
বিলীন হয়ে যায় মানবাত্মার অস্তিত্ব!
ততোক্ষণে সাঙ্গ হয়ে যায় আয়োজন, কলরব।
নশ্বর এই ধরাধাম, সব কিছুই হবে ধ্বংস
নিভে যাবে জীবনের প্রদীপের আলোর বিচ্ছুরণ
আশা ও স্বপ্নের হবে পরিসমাপ্তি
ঘটবে না আর প্রাণ জাগানিয়া শিহরণ!

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন