বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মুম্বাই আসার নেপথ্য জানালেন আনুস্কা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ৮:২২ পিএম

জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রডরিক্সের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া বলিটাউনে। অনুষ্কা থেকে জ্যাকলিন, পরিচালক ওনির থেকে অভিনেতা অর্জুন রামপাল...সোশ্যাল মিডিয়ায় স্মরণ করেছেন ওয়েন্ডেলকে। ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে পুরনো ছবি শেয়ার করে একটি বড়সড় পোস্ট দিয়েছেন বিরাট-ঘরণী। অনুষ্কা লিখেছেন, ‘ওঁর জন্যই বেঙ্গালুরু ছেড়ে মাত্র ১৮ বছর বয়সে মুম্বাই আসার সাহস দেখাতে পেরেছিলাম। বেঙ্গালুরুতে একটি ফ্যাশন শো-তে আমার কাজ পছন্দ হয় তার। এর পরেই মুম্বাইয়ে নিজের ফ্যাশন শো-র ক্লোজিং সেরিমনিতে ডাক পাই। উনি ছিলেন বলেই বোধহয় ওইটুকু বয়সে মুম্বাই আসার সাহসটা দেখাতে পেরেছিলাম।’

ওয়েন্ডেলের সাথে ছবি শেয়ার করে শোকস্তব্ধ মালাইকা অরোরা সোশ্যাল মিডিয়ার লিখেছেন, ‘প্রথমে আমি কেঁদেছি। তার পর একা একাই অনেকখানি হেসেছি...ওঁর সাথে কাটানো সেই সব মধুর স্মৃতির কথা মনে করে।’

মাত্র ৫৯ বছর বয়সে ওয়েন্ডেলের মৃত্যু মানতে পারছেন না জ্যাকলিন, অর্জুন, পূজা বেদীরাও। অর্জুন লিখেছেন, ‘অত্যন্ত দুঃখজনক। যখনই দেখা হত ওঁর সঙ্গে হেসে হেসে কথা বলত। ওঁকে হাসতে দেখে আমারও মন ভাল হয়ে যেত। অপূরণীয় ক্ষতি।’

বুধবার রাতে গোয়ায় নিজের বাড়িতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওয়েন্ডেলের। ৯০-র দশকের গোড়ার দিক থেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। কাজ করেছেন আন্তর্জাতিক মঞ্চেও। রিসর্ট ওয়্যার, মিনিমালিজম, ইকো ফ্রেন্ডলি গারমেন্টসের উদ্ভাবনে তার ভূমিকা রয়েছে। সমাজকর্মী হিসেবেও পরিচিতি ছিল তার। সমকামীর অধিকার এবং পরিবেশ রক্ষা নিয়েও রীতিমতো সরব ছিলেন ওয়েন্ডেল রডরিক্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন