শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লালুরে ফসল উৎপাদনের প্রশিক্ষণ

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

লালপুরে ২০১৯-২০ অর্থ বছরে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় দিনব্যাপী ৩০ জন কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার দুপুরে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে আধুনিক ও নিরাপদ প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কৌশলের বিষয়ে উপজেলা এনএটিপি হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হাবিবুল ইসলাম খাঁন, লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ মুহাম্মাদ মামুর রশিদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন