শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়া প্রতিহত করেছে ইসরাইলি হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরাইল। তবে এই হামলা প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে এই হামলা চালায় ইসরাইলি বাহিনী। দামেস্কের আকাশ থেকে ইসরাইলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। এজন্য সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। সানার একজন রিপোর্টার জানিয়েছেন, অধিকৃত গোলান মালভূমি থেকে ইসরাইলের সেনারা এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। একই খবর দিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া। তবে ইসরাইলি ক্ষেপণাস্ত্রের হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা গণমাধ্যমগুলোর খবরে পরিষ্কার নয়। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ইসরাইল মাঝে মধ্যেই সিরিয়ার ওপর এভাবে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে আসছে। গত ৬ ফেব্রুয়ারি ইসরাইাল গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হামলা চালায়। ওই হামলায় সিরিয়ার সামরিক বাহিনীর কয়েকজন সদস্য হতাহত ও বেশ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। সানা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন