শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দৌলতদিয়া পূর্বপাড়ায় নামাজ শিক্ষা কার্যক্রম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেললার দৌলতদিয়া পূর্বপাড়ায় এই প্রথম নামাজ শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। আমদের ধর্ম হলো ইসলাম তাই সমাজের প্রতিটি মানুষের মতো আমরা নামাজ আদায় করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।
গত তিন দিন ধরে নামাজ আদায় করে আসছি খুব ভালো লাগছে। দৌলতদিয়া পূর্বপাড়ার অসহায় নারী ঐক্য সংগঠনের নেত্রী ঝুমুর বেগম দৈনিক ইনকিলাব কে জানান, আমরা নামাজ পড়তে পারায় নিজেকে গর্বিত মনে করছি। তিনি আরও বলেন এ সব কিছইু সম্ভব হচ্ছে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আশিকুর রহমান ও আমার নেত্রীর সহযোগিতায় । পূর্বপাড়ার রত্মা বেগম জানান, গতকাল তিন ধরে নামাজ পড়তে পাড়ায় আমি আনন্দিত নামাজ পড়লে মন ভালো থাকে। সে সময় দুলালী বেগম বলেন, নামাজ পড়লে মন মানসিকতা ভালো থাকে এবং নামাজ পড়তে পাড়ায় আমি অনেক খুশি, নামাজ আদায় করে আল্লাহুর কাছে প্রার্থনা করি জীবনে সব যেন গুনা মাফ করে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন