শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হামলায় আইএসআই থাকতে পারে -এইচ টি ইমাম

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত থাকতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন এইচ টি ইমাম। তিনি বলেন, বাংলাদেশের লোকজন এ হামলায় জড়িত, যাদের সঙ্গে আইএসআইয়ের যোগসূত্র থাকতে পারে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পাকিস্তানের আইএসআই ও জামায়াতের যোগাযোগ বেশ জানাশোনা ব্যাপার। তারা বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়।
গত শুক্রবার রাতে ঢাকার গুলশানের রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে সন্ত্রাসীরা। এর প্রায় ১০ ঘণ্টা পর সেখানে উদ্ধার অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের হামলায় দুই কর্মকর্তা নিহত হন। শনিবার সকালে রেস্তোরাঁয় অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করে যৌথ বাহিনী। এরপর সেখান থেকে ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এঁদের মধ্যে ইতালীয় নয়জন, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি, ভারতীয় একজন রয়েছেন। বাকি ছয়জন হামলাকারী বলে জানিয়েছে সেনাবাহিনী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন