বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নিয়ম রক্ষার নির্বাচনে বিএনপির ৭ প্রার্থী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

জাতীয় নির্বাচন থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রতিটিতেই অংশগ্রহণের পর সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বিএনপি। এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না বলেও আত্মবিশ্বাসের সঙ্গে জানায় দলটির নেতারা। তবে নির্বাচন সুষ্ঠু হবে না বা নিয়ম রক্ষার নির্বাচন হবে জেনেও প্রতিটি নির্বাচনেই অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নিয়ম রক্ষার নির্বাচনেও প্রার্থীর অভাব নেই দলটিতে। তিনটি উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৭জন বিএনপি নেতা।
ঢাকা-১০ আসনে শেখ রবিউল ইসলাম রবি, বাগেরহাট-৪ আসনে কাজী মনিরুজ্জামান, মনিরুল হক, কাজী খায়রুজ্জামান শিপন ও গাইবান্ধা-৩ আসনে মাইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান সরকার মনোনয়ন ফরম কেনেন। গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা ১০ হাজার টাকায় ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তাদের ২৫ হাজার টাকা জমা দিতে হবে। বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নিয়ে চূড়ান্ত প্রার্থী ঠিক করবে। আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচন করতে পদত্যাগ করায় ঢাকা-১০ আসনে উপ-নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগেরই মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ এবং ইউনুস আলী সরকারের মৃত্যুতে গাইবান্ধা-৩ আসন শূণ্য হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তিন আসনে উপ-নির্বাচনে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ২৯ মার্চ হবে ভোট গ্রহণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন