শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেশবপুরে উপ-নির্বাচনের প্রচারণায় মুখর

কেশবপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৮ পিএম

জাতীয় সংসদের ৯০যশোর-৬(কেশবপুর) আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে কে হবেন নৌকার মাঝি তা নিয়ে উত্তাল কেশবপুর।

কেশবপুরের মাটি ও মানুষের সাথে দীর্ঘ ৪যুগ রাজনীতি করে, ২বার উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে শক্ত জনসমর্থন নিয়ে শক্তিশালী অবস্থানে আছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এইচ এম আমির হোসেন. প্রচার প্রচারণায় সরাব যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার, প্রয়াত সংসদ ইসমাতআরা সাদেকের কন্যা কানাডা প্রবাসি নওরিন সাদেকও প্রচারনায় সরাব , অপার দিকে চিত্র তারকা সাবানা স্বামী অহিদ সাদিকের পক্ষে একাধিক দিন উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ করে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে জানান দিয়েছেন।

শনিবার এরির্পোট লেখা পর্যন্ত কেশবপুর আসনে নির্বাচনে আগ্রহী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র ক্রয় করে দলের ধানমন্ডি কার্যালয়ে জমা দিয়েছেন ১২জন। গত ১৪ ফেব্রুয়ারী আওয়ামী লীগের নির্বাহী কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ শনিবার সন্ধ্যায় পার্লামেন্ট্রি র্বোডের সামনে উপস্থিত হতে বলা হয়েছে। দলীয় মনোনয়ন পত্র জমাদান কারীরা হলেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ,উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি শ্যামল সরকার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপলো চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ড. তাপোস দাস, বিশিষ্ট পাট ব্যাসায়ী আব্দুল মানান, সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, সাবেক ছাত্র নেতা তানভির মোহাম্মদ দিপু, প্রয়ত সংসদ ইসমাত আরা সাদেকের কন্যা কানাডা প্রবাসি নওরিন সাকেদ, পুত্র আমেরিকা প্রবাসি তানভির সাদেক, চলচিত্র প্রজেযোক আমেরিকা প্রবাসি অহিদ সাদেক, উপজেলা আলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হোসেন মোহম্মদ ইসলাম, বিশিষ্ট বিমা ব্যক্তিত্ব শেখ রফিক, যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার।

এরির্পোট লেখার সময়ও নওরিন সাদেক ও শাহিন চাকলাদারের পক্ষে শহরে প্রচার মিছিল চলছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন