বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাজনীতিতে হস্তক্ষেপ না করতে মিয়ানমার প্রেসিডেন্টের আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ উইন মিন্ত গত ১৩ ফেব্রুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবসে জেনারেল আং সানের বক্তৃব্যের উদ্ধৃতি দিয়েছেন। নেপিদোতে অশ্বাহোরণে থাকা জেনারেলের ভাস্কর্য উদ্বোধনকালে রাজনীতিতে হস্তক্ষেপ না করার জন্য সামরিক বাহিনীর প্রতি যে আহ্বান জানিয়েছিলেন ওই জেনারেল তিনি তার উল্লেখ করেন। জেনারেলের উদ্ধৃতি দিয়ে প্রেসিডেন্ট বলেন, বার্মার স্বাধীন সেনাবাহিনী প্রশাসন ও রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। জেনারেল ও সবস্তরের সৈনিকেরা দলীয় রাজনীতি ও প্রশাসনে হস্তক্ষেপ করবে না। প্রেসিডেন্ট উইন বলেন, আমি জেনারেল আং সানের বক্তৃতা পাঠ করেছি। তাতে তিনি বলেছেন যে বিশেষ কোনো দল, গ্রুপ বা লোকের জন্য মিয়ানমারের সামরিক বাহিনী প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, সরকার জেনারেল আং সানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। তিনি স্বৈরতান্ত্রিক সরকারের প্রত্যাবর্তন প্রতিরোধ করার ঘোষণা দেন । এনএলডি ২০০৮ সালে সামরিক বাহিনীর প্রণীত সংবিধান সংশোধনের চেষ্টা করছে। ওই সংবিধানে সামরিক বাহিনীর জন্য পার্লামেন্টে ২৫ ভাগ আসন বরাদ্দ রাখা হয়েছে। এনএলডি এর সংশোধন চাচ্ছে। গত ২৩ জানুয়ারি সামরিক বাহিনীর এক সংবাদ সম্মেলনে সামরিক বাহিনীর ট্রু নিউজ ইনফরমেশন টিমের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল তুন তুন নিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা কখন ব্যারাকে ফিরে যেতে আগ্রহী। জবাবে ওই জেনারেল বলেন, জাতি স্থিতিশীল ও ঐক্যবদ্ধ হলেই কেবল তারা তাদের ম‚ল দায়িত্বে ফিরে যাবে। দি ইরাবতী, এএসএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন