বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ঋতুস্রাব পরীক্ষার নামে গুজরাটে...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভারতের একটি কলেজে একদল ছাত্রীকে অন্তর্বাস খুলে তাদের যে ঋতুস্রাব চলছে না তা প্রমাণে বাধ্য করার অভিযোগ উঠেছে। একটি হিন্দু ট্রাস্ট কর্তৃক পরিচালিত গুজরাটের ওই কলেজের নাম শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউট। এ ঘটনার পর সেখানকার হোস্টেল কর্মকর্তা এবং দুই শিক্ষকের ব্যাপারে তদন্ত করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মোট ৬৮ জন ছাত্রীকে বাধ্য করা হয়েছে তাদের যে ঋতুস্রাব চলছে না, তা প্রমাণ করতে। ভারতের অনেক অঞ্চলেই মেয়েদের ঋতুস্রাব নিয়ে নানা কুসংস্কার প্রচলিত রয়েছে। সহজানন্দ গার্লস ইনস্টিটিউটের ছাত্রীরা জানিয়েছেন, তাদেরকে দল বেঁধে কলেজের ক্যাম্পাস থেকে টয়লেটে হেঁটে যেতে বাধ্য করা হয়। সেখানে তাদের কাপড় খুলতে বলা হয়। বিবিসি-র সঙ্গে কথা হয়েছে এমন কয়েকজন ছাত্রী জানিয়েছেন, এই বিষয়টি বাইরে প্রকাশ না করতে কলেজের কর্মকর্তারা তাদের নির্দেশ দিয়েছে। এক ছাত্রী জানান, ‘১১ ই ফেব্রুয়ারি পুরো কলেজ ক্যাম্পাসের সামনে এই ঘটনা ঘটেছে। তারা একে একে আমাদের বাথরুমে নিয়ে গেছে। সেখানে পরীক্ষা করে দেখেছে আমাদের ঋতুস্রাব চলছে কিনা। ওরা আমাদের গায়ে স্পর্শ করেনি, কিন্তু মৌখিকভাবে এমন হেনস্থা করেছে যে, আমরা আমাদের কাপড় খুলে ওদের পরীক্ষা করতে দিতে বাধ্য হয়েছি। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mustafizur Rahman Ansari ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৮ এএম says : 0
Absolutely Right,Because they are ......
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন