শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরে অবরোধের দ্রুত অবসান চায় ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

কাশ্মীরে আরোপিত যোগাযোগ ও রাজনীতির উপর বিধিনিষেধ দ্রুত তুলে নিতে মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। ইউরোপের শীর্ষ এই প্রতিষ্ঠান কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন ইইউর এক মুখপাত্র। ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক মুখপাত্র ভিরজিটি বাত্তু-হেনরিকসন বলেন, অনেক বিধিনিষেধ বিশষ করে ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়ে গেছে। অনেক রাজনৈতিক নেতা এখনো আটক রয়েছেন। আমরা গুরুতর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হলেও এসব বিধিনিষেধ দ্রুত তুলে নেয়া গুরুত্বপূর্ণ। ভারতে নিযুক্ত ইইউ রাষ্ট্রদ‚ত উগো অস্তুতোসহ ২৫ কূটনীতিকের একটি দল ১২ ও ১৩ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর সফর করে আসার পরপরই ইইউ উপরোক্ত বিবৃতি দেয়। এর আগে জানুয়ারিতে ক‚টনীতিকদের যে দলটি কাশ্মীর গিয়েছিলো এবারের সফর তার অংশ নয়। এবারের প্রতিনিধি দলটি কাশ্মীরি রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাতের উপর জোর দেয়। কিন্তু কূটনীতিকদের সফরের আগে কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিকে জন নিরাপত্তা আইনে (পিএসএ) গ্রেফতার দেখায় মোদি সরকার। একটি কূটনৈতিক সূত্র এর আগে এই পত্রিকাকে বলেছিলো যে প্রতিনিধি দল কাশ্মীরের বিভিন্ন স্তরের নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং তারা শ্রীনগরে ব্যাপক নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখতে পান। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ছয় মাস পার হলেও সেখানে এখনো সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। ইইউ মুখপাত্র বলেন, এই সফরে বুঝা গেছে ভারত সরকার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এই সফরের ফলে মাঠপার্যায়ে পরিস্থিতি দেখা ও স্থানীয়দের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি হয়। সা¤প্রতিক সময়ে ভারতের কাশ্মীর নীতি, বিতর্কিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে ইইউ-তে উদ্বেগ বাড়ছে। গত মাসে ইইউ পার্লামেন্টের ৭৫১ সদস্যের মধ্যে ৬২৬ সদস্য ভারতের বিরুদ্ধে ছয়টি প্রস্তাব উত্থাপন করে আলোচনার জন্য। তবে শেষ পর্যন্ত আলোচনা স্থগিত রাখা হয়। এই বসন্তেই আবারো তা ভোটাভুটির জন্য আলোচনার টেবিলে উঠবে। ইইউ-ইন্ডিয়া সামিটে যোগ দিতে মার্চে ব্রাসেলস সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এ কারণেই কাশ্মীর-প্রস্তাবের উপর ভোটাভুটি স্থগিত করা হয় বলে ধারণা করা হচ্ছে। সাউথ এশিয়ান মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন