শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ারেল শপথ আজ

দিল্লিতে আমন্ত্রিত সাফাইকর্মীরাও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

সরকার চালাতে অক্লান্ত পরিশ্রম করেন যারা, তারাই এবার নিমন্ত্রিত কেজরিরওয়ালের শপথ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী মোদিকে নিমন্ত্রণ জানানো হয়েছে। থাকবেন অন্য বিশিষ্টরাও। তাদের মাঝেই থাকবেন আপের বিশেষ অতিথিরা।
আজ রামলীলায় শপথ। গতকাল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, চ‚ড়ান্ত হয়েছে নিমন্ত্রিতদের তালিকা। আপ নেতা তথা দিল্লির মন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন, ‘সরকার চালাতে গত পাঁচ বছর বিভিন্নভাবে সহায়তা করেছেন এমন ৫০ জন রোববার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’ আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, দিল্লি সরকার পরিচালিত স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, মহল্লা চিকিৎসক, বাইক অ্যাম্বুল্যান্সের চালক, দমকল কর্মী, পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে, বাস-অটো চালক, মেট্রো চালকদেরও। এর ফলে সরকারের কাজে নিমন্ত্রিতদের আগ্রহ ও একাগ্রতা বাড়বে বলে মনে করছেন আপ নেতৃত্ব।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ দিল্লির রামলীলা ময়দানে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরি। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে যে, আজ বারাণসীতে যেতে পারেন মোদি। ফলে কেজরির শপথগ্রহণের অনুষ্ঠানে নাও থাকতে পারেন নমো। জানা গেছে, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকেই শপথে আমন্ত্রণ জানানো হয়নি।
উল্লেখ্য, দিল্লিতে ৬২টি আসনে জিতে আবারও ক্ষমতায় ফিরেছে কেজরিওয়াল সরকার। দিল্লি ভোটে কার্যত বেসামাল বিজেপি। ভোটের ফল ঘোষণার পর সেদিন সন্ধেয় টুইটারে কেজরিকে জয়ের অভিনন্দন জানান মোদি। পাল্টা ধন্যবাদ জানিয়ে মোদিকে টুইট করেন আপ প্রধান। সেদিন টুইটে কেজরির উদ্দেশে মোদি লেখেন, ‘আপ ও অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ধন্যবাদ। দিল্লিবাসীর আকাঙ্খা পূরণে অনেক শুভেচ্ছা’। পাল্টা কেজরি লেখেন, ‘আপনাকে ধন্যবাদ। আমাদের রাজধানী শহরকে বিশ্বমানের শহরে পরিণত করার উদ্দেশে কেন্দ্রের সঙ্গে থেকে কাজ করতে মুখিয়ে আছি’।
আগামী রোববার কেজরির সঙ্গে শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরাও। ২০১৩ ও ২০১৫ সালের মতো রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরি। দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান দেখতে পাবেন আম আদমিও। ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে দিল্লিবাসীকে শপথে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন