বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়া নয়, বরং ইসরায়েলই মার্কিন নির্বাচন ও রাজনীতিতে হস্তক্ষেপ করছে : সাবেক সিআইএ কর্মকর্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের নির্বাচন ও রাজনীতিতে রাশিয়া নয়, বরং ইসরায়েলই হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা ফিলিপ জিরাল্ডি। খবর ‘সিএনএন’
শনিবার (১৫ ফেব্রæয়ারি) ফিলিপ জিরাল্ডির একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। ওই নিবন্ধে তিনি লিখেছেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে আমেরিকার রাজনীতি ও নির্বাচনি ব্যবস্থায় হস্তক্ষেপ করে আসছে। কিন্তু নিজেদের স্বার্থেই এ বিষয়টি নিয়ে নীরব রয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা উল্টো রাশিয়াকে দোষারোপ করে আসছেন।
জিরাল্ডি মনে করেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে আমেরিকার রাজনীতিতে জড়িত। কিন্তু তাদের কখনো জবাবদিহির আওতায় আনা হয়নি। এমনকি ২০১৬ সালের নির্বাচনেও ইসরায়েল হস্তক্ষেপ করেছে। এর নেতিবাচক ফল তো এখন দেখাই যাচ্ছে।
জিরাল্ডি বলেন, গত সপ্তাহে আইওয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট দলের নির্বাচন হয়েছে। সেখানে ভোট দেওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছিল, যার সঙ্গে ইহুদি ধনকুবেররা জড়িত। এই ধনকুবেরদের সঙ্গে ইসরায়েলের উগ্র ডানপন্থি ইহুদি বসতি নির্মাণকারীদের সম্পর্ক রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন