বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম


১ বার্ডস অফ প্রে
২ ব্যাড বয়েজ ফর লাইফ
৩ নাইন্টিন সেভেন্টিন
৪ প্যারাসাইট
৫ জোজো র‌্যাবিট


টাইকা ওয়াইটিটি পরিচালিত ওয়ার কমেডি ‘জোজো র‌্যাবিট’। ‘ঈগল ভার্সেস শার্ক’ (২০০৭), ‘বয়’ (২০১০), ‘হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোজ’ (২০১৪), ‘হান্ট ফর দ্য ওয়াইল্ডারপিপল’ (২০১৬) এবং ‘থর : র‌্যাগনারক’ (২০১৭) ওয়াইটিটি পরিচালিত চলচ্চিত্র। জোজো বেটজলার (রোমান গ্রিফিন ডেভিস)১০ বছর বয়সী এক শিশু, নিঃসঙ্গ জোজো হিটলার ইউগেন্ডের সদস্য। সে তার তার সাথীদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ যুদ্ধ খেলায় অংশ নিতে হয়। এতে তারা বিভিন্ন সমস্যারই সৃষ্টি করে একবার জোজোকে একটি খরগোশ মারার নির্দেশ দেয়া হলে সে তা করতে ব্যর্থ হয়, তাতে তার নাম হয়ে যায় জোজো র‌্যাবিট। জোজোকে সাহস দেবার জন্য পাশে থাকে কাল্পনিক বন্ধু অ্যাডল্ফ হিটলার (টাইকা ওয়াইটিটি)। জোজো একদিন আবিষ্কার করে তার মা রোজি (স্কারলেট জোহানসন) এক ইহুদি কিশোরী এলসাকে লুকিয়ে রেখেছে। জোজো এতদিন জেনে এসেছে ইহুদিদের শরীরে ড্রাগনের মত আঁশ থাকে আর তারা বাদুরের মত কড়িকাঠে ঝুলে থাকে। দোটানায় পড়ে যায় সে। সে জানে এই কথা প্রকাশ করলে তার মা বিপদে পড়বে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন