বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নমিনেশন পেলেন না শাবানার স্বামী ওয়াহিদ সাদিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে যশোর-৬ আসনে উপনির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন শাবানার স্বামী ওয়াহিদ সাদিক। এজন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে এসে শাবানাকে নিয়ে এলাকায় জনসংযোগ করেছিলেন। তিনি আশা করেছিলেন, নমিনেশন পাবেন। গত সপ্তাহে সাগরদাঁড়ি থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেছিলেন ওয়াহিদ সাদিক। তিনি বলেছিলেন, এলাকার মানুষ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে শূন্য আসনে প্রার্থী হতে অনুরোধ করেছেন। নেতা-কর্মী ও এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে কাজ শুরু করেছেন। তবে শেষ পর্যন্ত তার এ আশা পূরণ হয়নি। এ আসনে মনোনয়ন পেয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তবে তিনি স্ত্রী শাবানাকে নিয়ে গণসংযোগ চালানোর সময় ব্যাপক লোকের সমাগম হয়। মূলত এসব গণসংযোগের মূল আকর্ষণ ছিলেন শাবানা। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকাকে দেখতেই মানুষ ছুটে এসেছিলেন। ওয়াহিদ সাদিকের চেয়ে শাবানার প্রতিই মানুষের দৃষ্টি ছিল বেশি। অনেকে শাবানাকে কাছে পেয়ে আবেগাপ্লুতও হয়েছেন। অনেকে তাকে একনজর দেখার জন্য ছুটে আসছেন। এতেই ওয়াহিদ সাদিক মনে করেছিলেন তিনি নমিনেশন পাবেন। তার এ আশা বিফল হয়েছে। উল্লেখ্য, শাবানা ও ওয়াহিদ সাদিক বিগত দুই দশকের অধিক সময় ধরে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ঢাকায় শুধু একটি ফ্ল্যাট বাদে তাদের প্রায় সব সম্পদ বিক্রি করে সেখানে চলে গিয়েছিলেন। সেখানের নাগরিক হয়ে বসবাস শুরু করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
ইয়াকুব ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:৫৪ এএম says : 0
আশায় গুড়ে বালি
Total Reply(0)
হাসিব ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:৫৫ এএম says : 0
শাবানা জনপ্রিয়, তার স্বামী ওয়াহিদ সাদিক নয়।
Total Reply(0)
এনায়েত ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:৫৫ এএম says : 0
এটা তাদের ভুল সিন্ধান্ত ছিলো
Total Reply(0)
Mussabbir Rahman Anik ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:৫৬ এএম says : 0
নিজের সম্মান কমানোর কোনো মানেই হয় না
Total Reply(0)
Md Rakib Hasan ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:৫৭ এএম says : 0
ভালো করেছে, সরকারকে ধন্যবাদ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন