শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সাপের অত্যাচারে দিশেহারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লেকল্যান্ডের হোলিংসওয়ার্থ লেকে হঠাৎ করে শত শত সাপ জড়ো হয়েছে। সাপের অত্যাচারে দিশেহারা সেখানকার বাসিন্দারা। লেকল্যান্ড পার্কস এবং রিঅ্যাকশন অধিদফতরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। অভিযোগ পেয়ে সাপ-রহস্য উদঘাটন শুরু করে অধিদফতরের কর্মকর্তারা। কর্মকর্তারা বলছেন, ফ্লোরিডায় পানিতে বাস করা সাপদের এখন প্রজনন ঋতু। তাই সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে তারা এভাবে হইচই করছে। তবে লেকের চারপাশে টেপ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এছাড়া মানুষকে সচেতন করতে সেখানে লিখে দেয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা। অধিদফতরের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘প্রজনন ঋতু শুরু হওয়ায় লেকে সাপ জড়ো হয়েছে। এরা খুব একটা বিষধর নয়। মানুষ আগে থেকে আক্রমণ না করলে সাপগুলো সহজে তাড়া করে না।’ ‘মৌসুম শেষ হলেই তাদের আলাদা-আলাদা জায়গায় চলে যাওয়ার কথা। ইকোসিস্টেমের জন্য সাপ খুব গুরুত্বপ‚র্ণ। তাই তাদের বিরক্ত করা উচিত নয়।’ রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন