শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাজ্যে ডেনিসের তান্ডব, নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

উত্তর আটলান্টিকে প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ডেনিসের আঘাতে যুক্তরাজ্যে দু’জনের প্রাণহানি ঘটেছে। দেশটির আবহাওয়া অফিস বলছে, আটলান্টিকে এই ঝড় প্রবল শক্তি সঞ্চয় করে বোমা ঘূর্ণির রূপ নিয়ে ওয়েস্ট ইয়র্কশায়ার উপক‚লে আঘাত হেনেছে। এ সময় ঝড়ের তান্ডবে পড়ে ওই দু’জন মারা গেছেন বলে স্কাই নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। স্কাই নিউজ বলছে, ঘূর্ণিঝড় ডেনিসের আঘাতে লন্ডভন্ড ওয়েস্ট ইয়র্কশায়ারের কেন্ট উপকূলে দু’জন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার বিকেলের দিকে হার্নি বে এলাকায় এক কিশোর সমুদ্রে নেমে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। দেশটির কোস্টগার্ড বলছে, শনিবার সকালের দিকে টেলিফোনে খবর পেয়ে উদ্ধারকারী কর্মীরা মারগেইট উপকূল থেকে অপর একজনের লাশ উদ্ধার করেছে। কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেছেন, কয়েক ঘণ্টার তল্লাশি অভিযানের পর শনিবার দুপুর ১টার দিকে মারগেইট উপক‚ল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। ব্রিটেনের আবহাওয়া দফতর বলছে, ঘণ্টায় ১১৩ কিলোমিটারের বেশি বাতাসের তীব্র গতি নিয়ে যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডেনিস। এই ঘড় ইতোমধ্যে ওয়েস্ট ইয়র্কশায়ার উপক‚লের দিকে আছড়ে পড়েছে। এই ঝড়ের কারণে একদিনেই একমাসের বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড, ওয়েলস এবং দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ঘূর্ণিঝড় ডেনিস তান্ডব চালাতে পারে বলে আবহাওয়া দফতরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে। এসব এলাকায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় মানুষের জীব হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। স্কাই নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন