বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

‘বছরে পেঁয়াজের চাহিদা ৩৩ লাখ মেট্রিক টন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে বছরে ৩৩ লাখ মেট্টিক টন পেঁয়াজ ও ৬ দশমিক ৫৫ মেট্টিক টন রসুনের চাহিদা রয়েছে। এরমধ্যে ২৩ দশমিক ৩০ লাখ মেট্টিক টন পেঁয়াজ ও ৬ দশমিক ১৩ লাখ মেট্টিক টন রসুন দেশে উৎপাদন হয়।

জাতীয় সংসদে গতকাল সরকারি দলের সদস্য ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।

স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, পেঁয়াজ উৎপাদনের ১৮টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১৩১টি ৯৮ লাখ টাকা সহায়তা প্রদান করার পদক্ষেপ নেয়া হয়েছে। রাজস্ব খাতের আওতায় ২৮৪০টি প্রদর্শনীর মাধ্যমে কৃষকের ৩৯২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের পরিকল্পনা নেয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ডাল, তেল, ও মসলা বীজ সরবরাহসহ পেঁয়াজ চাষে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুনসহ দেশে উৎপাদনযোগ্য সকল ফলসের উৎপাদনে সরকারের প্রণোদনার মাধ্যমে ভর্তুকি প্রদান করা হচ্ছে। পেঁয়াজ উৎপাদনে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন