শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অমিত শাহ মিথ্যে বলছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

দিল্লির জামিয়ার লাইব্রেরিতে পুলিশের হামলার ভিডিও প্রকাশ হতেই বিতর্কের ঝড় বইছে রাজনৈতিক মহলে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী টুইটে অভিযোগ করেন, দেখুন পুলিশ কীভাবে ছাত্রদের নির্মমভাবে মারছে। মিথ্যে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

অমিত শাহর দাবি ছিল, শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেনি পুলিশ। দুষ্কৃতিকারীদের বের করতেই লাইব্রেরিতে ঢোকে পুলিশ। প্রিয়ঙ্কার দাবি, এই ভিডিও প্রকাশ্যে আসার পরও পদক্ষেপ না নিলে প্রমাণ হয়ে যাবে সরকার কী চাইছে?
গত বছর ১৫ ডিসেম্বরে পুলিশের হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। ভিডিওতে যেটুকু দৃশ্য ধরা পড়েছে, তাতে দেখা গেছে ওল্ড রিডিং হল (এমফিল সেকশন) লাইব্রেরিতে পাঠরত শিক্ষার্থীদের ওপর পলিশ চড়াও হয়েছে।
গত শনিবার জামিয়া কো-অর্ডিনেশন কমিটি ওই ভিডিও প্রকাশ করে। এই কমিটি পরিচালনা করেন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরাই। সূত্র : টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mustafizur Rahman Ansari ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫০ এএম says : 0
Please wait few days,ALLAH See everything
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন