বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নেপালের পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি তিনদিনের সরকারি সফরে আজ সোমবার ঢাকায় আসছেন। আগামীকাল মঙ্গলবার ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত করবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য নেপালের প্রতি আহবান জানানো হবে।
কূটনৈতিক সূত্র জানায়, এগ্রিকালচার, আইসিটি, নবায়নযোগ্য এনার্জি, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চায় নেপাল। অন্যদিকে, নেপালের কাছে হাইড্রো পাওয়ার চাইবে বাংলাদেশ। এছাড়া, ক্রসবর্ডার পাওয়ার ট্রান্সমিশন প্রতিষ্ঠায় ভারতকে সাথে নিয়ে ত্রিদেশীয় সহযোগিতা কার্যক্রম চালুর বিষয়েও আলোচনা করবে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন, ট্রান্সবাউন্ডারি রিভার বেসিন ও পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা বিষয়ে নেপালের সাথে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন