মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গোবিন্দগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ১০

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কনস্টেবল রোকনুজ্জামানসহ আহত হয়েছে ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমপক্ষে ৩০/৪০ রাউন্ড শটগানের গুলি ছুড়ে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কোচারশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার কোচারশহর ইউনিয়নের বাইচপুর গ্রাম ও চাঁদপাড়া গ্রামের লোকজন পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৩০/৪০ রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়। ওসি আরো জানান, পরে পুলিশের সঙ্গে গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ঘটনাস্থলে যান এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিষয়টি নিরসন কল্পে পরবর্তীতে বসার কথা জানান। তবে স্থানীয়দের দাবি গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা বাইচপুর গ্রামের জাফর মিয়ার সঙ্গে প্রজন্মলীগের নেতা চাঁদপাড়া গ্রামের এনামুল হকের সাথে দ্বন্ধ চলছিল। এর জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁদপাড়া বাজারের ৪/৫টি দোকান ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন