বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কানাডায় প্রথম মসজিদ নির্মাণের উদ্যোগ নেন একজন নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৯ এএম

কানাডার সর্বপ্রথম মসজিদ আল-রশিদ মসজিদ। ১৯৩৮ সালে আলবার্টা প্রদেশের এডমন্টন শহরে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। দুই গম্বুজ বিশিষ্ট এ মসজিদটি খুবই সুন্দর করে তৈরি।

জানা যায়, নর্থ ডাকোটা ও লওয়া প্রদেশের মাদার মসজিদ এর পর উত্তর আমেরিকায় প্রতিষ্ঠিত তৃতীয় মসজিদ এটি। সে সময় কানাডায় ৭০০ জন মুসলিম বাস করত। হিলয়ই হামদুন নামক একজন নারী এডমন্টনের মেয়র জন ফ্রাই সাথে সর্ব প্রথম একটি মসজিদ নির্মাণের জন্য জমি ক্রয়ের আলোচনা শুরু করেন।

তিনি ও তার আরো কিছু বন্ধু মিলে মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনিয় অর্থ সংগ্রহ করেছিলেন। খ্রিস্টান, ইহুদি ও মুসলিমরা এই মসজিদ তৈরীতে অর্থ সাহায্য করেন। মাইক ডারউইথ নামক একজন ইউক্রেনিয়-কানাডিয়ান ঠিকাদার অর্থডক্স চার্চের আদলে মসজিদটি নির্মাণ করেন তখন।

বিশিষ্ট ভারতিয় ইসলামি চিন্তাবিদ আব্দুল্লাহ ইউসুফ আলী এই মসজিদ প্রতিষ্ঠায় ভূমিকায় পালন করেন। বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন