শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নলছিটিতে প্যানেল চেয়ারম্যানসহ ৮ জন আটক, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৫৭ পিএম

ঝালকাঠির নলছিটিতে জুয়ার আসর থেকে ৪৭পিস ইয়াবাসহ মগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা জসিম হাওলাদার ও যুবদল নেতা মিরাজ হাওলাদারসহ ৮জনকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত ১১টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের নলছিটি থানায় সোপর্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে র‌্যাব।
র‌্যাব ও স্থানীয়রা জানায়, আমিরাবাদ এলাকার রিপন মৃধার নির্মাণাধীন একটি ভবনের মধ্যে সোমবার রাতে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালায়। র‌্যাব ওই ভবনের ভেতর থেকে মগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জসিম হাওলাদার, ইউনিয়ন যুবদল সভাপতি মিরাজ হাওলাদার, সাবেক ইউপি সদস্য জামাল খান, কামরুল ইসলাম, আওলাদ হোসেন মৃধা, সেলিম হাওলাদার, মিজানুর রহমান ও জলিল তালুকদারকে আটক করে। তাদের তল্লাশী চালিয়ে ৪৭পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এসময় র‌্যাব তাদের কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা, ১২টি মোবাইলফোন ও ১৯টি সিমকার্ড উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আবদুল মোন্নাফ বাদী হয়ে ৮জনের নামে একটি মামলা দায়ের করেন। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে বাড়ির মালিক রিপন মৃধা বলেন, আমার মায়ের মৃত্যুতে আগামী ৬ মার্চ কুলখানী (মেজবান) অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের বিষয় নিয়ে রাতে আমাদের বাড়িতে প্যানেল চেয়ারম্যান জসিম ও যুবদল নেতা মিরাজসহ ৮জন বৈঠক করে। বৈঠক শেষে তারা তাস খেলছিল, এসময় র‌্যাব গিয়ে তাদের আটক করে নিয়ে যায়। তাদের কাছে কোন ইয়াবা ছিলো না। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। আমাদের ধারণা র‌্যাবকে দিয়ে কেউ এ কাজ করিয়েছে।
তবে র‌্যাবের ডিএডি মো. আবদুল মোন্নাফ এজাহারে উল্লেখ করেন, অভিযানের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে আসামীদের তল্লাশী করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন