শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফুলপুরে ভালবাসায় সিক্ত ইয়ং টাইগার রাকিবুল

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪০ পিএম

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ইয়ং টাইগার ময়মনসিংহের ফুলপুর উপজেলার কৃতি সন্তান স্পিনার রাকিবুল হাসানকে মঙ্গলবার বরণ করে নিলেন ফুলপুরবাসী।
ফুলপুর উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা, স্থানীয় এলাকাবাসীর আয়োজনে তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। ফুলপুরবাসীর উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হলেন যুব ক্রিকেটার রাকিবুল। ভক্ত, সমর্থক ও ক্রিকেটপ্রেমী মানুষ উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয় বিশ্বকাপজয়ী ওই সদস্যকে। একাধিক সংবর্ধনা ঘিরে উৎসবে মেতে উঠে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল থেকেই ক্রিকেট বীর রাকিবুলকে বরণ করে নিতে নিজের বাড়ি ময়মনসিংহের ফুলপুর হয়ে উঠেছিল উৎসবের নগরী। রাত থেকেই উপজেলা সদরসহ পাড়ামহল্লার মোড়ে মোড়ে আলোচনার বিষয় বস্তু ছিল রাকিবুলের নিজ এলাকায় আসা। তাই সকাল থেকেই প্রস্তুত ছিল ফুলপুরবাসী। রাকিবুলকে বরণ করে আনার জন্য কয়েকশ মোটরসাইকেল, পিকআপে ক্রিকেট প্রেমীরা এগিয়ে যায়। দুপুরে মোটরসাইকেল ও পিকআপের শোভাযাত্রার মধ্য দিয়ে রাকিবুলকে নিয়ে ফুলপুর উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের দিকে রওনা হয়। আসার পথে মোড়ে মোড়ে হাত উচিয়ে ও ফুল ছিটিয়ে রাকিবুলকে সংবর্ধিত করেন রাস্তার দু'পাশের শত শত মানুষ। এভাবে বিকাল পৌনে ৩টায় ফুলপুর উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রবেশ করেন ইয়ং টাইগার রাকিবুল হাসান। সেখানে উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র আমিনুল হক, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল ও ভালবাসা দিয়ে রাকিবকে বরণ করেন। সেখানে রাকিবুলকে ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং কেক কাটা হয়। উপজেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশ্বকাপ জয়ী যুব ক্রিকেটার রাকিবুল হাসান মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে নিজ বাড়ি ফুলপুর উপজেলার উত্তর বাশাঁটী গ্রামের দিকে রওনা দেন। সেখানে যাবার পথে বেশ কয়েক জায়গায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ক্রিকেটপ্রেমীরা। এরপর কুড়িপাড়া মাদ্রাসা মাঠে মাউন্ট এভারেস্ট স্পোটিং ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে দেয়া হয় গণসংবর্ধনা। সেখানে রাস্তার দু'পাশে কয়েকশ শিক্ষার্থী দাড়িয়ে তাকে ফুল ছিটিয়ে বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, জেলা আওয়ামীলীগ সদস্য শাহ কুতুব চৌধুরী, শাহ সুলতান চৌধুরী, মিনহাজ উদ্দিন ভূইয়া, শাহজাহান, মজিবুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

সংবর্ধনা পেয়ে অনুভূতি ব্যক্ত করে ইয়ং টাইগার রাকিবুল হাসান বলেন, আমি দেশের জন্য খেলেছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভবিষ্যতেও ক্রিকেটের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনতে বদ্ধ পরিকর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন