শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ফাইটার পাইলটের ভূমিকায় কঙ্গনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

কঙ্গনা রানৌত তার পরবর্তী চলচ্চিত্রে ভারতীয় বিমান বাহিনীর একজন ফাইটার পাইলটের ভূমিকায় অভিনয় করবেন। ২০১৬তে ভারতীয় সশস্ত্র বাহিনীতে সম্মুখ যুদ্ধে নারীদের অন্তর্ভুক্ত করার পটভূমিতে ভারতীয় বিমান বাহিনীও যুদ্ধ বিমান চালনায় নারীদের নেয়া শুরু করে। এই বিষয়টি উপজীব্য করেই ‘তেজাস’ নামের এই চলচ্চিত্রটি নির্মিত হবে। প্রসঙ্গত মিগ-২১ বিমানের স্থলাভিষিক্ত করে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড তেজাস নামে একটি যুদ্ধবিমান তৈরি করে থাকে। ‘তেজাস’ পরিচালনা করবেন সর্বেশ মেভারা। চলচ্চিত্রটির বার্তা হল- দেশরক্ষায় নারী ও পুরুষ সমান ভূমিকা রাখতে সক্ষম। কঙ্গনা তার নতুন এই চলচ্চিত্রটির ভূমিকা নিয়ে সংবাদ মাধ্যমকে বলেন : “ প্রায়শই সশস্ত্র বাহিনীতে নারীদের আত্মোৎসর্গের বিষয়টি প্রচার পায় না। ‘তেজাস’ এমনই এক চলচ্চিত্রে যাতে আমি একজন বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় অভিনয়ে সুযোগ পেয়েছি যে যে তার জীবনের চেয়েও দেশকে প্রাধান্য দেয়। আশা করি তরুণদের মধ্যে এই চলচ্চিত্রের মাধ্যমে আমরা দেশাত্মবোধ ও গর্ব বিষয়ক ভাব প্রকাশ করতে পারব।” আরএসভিপির হয়ে ‘তেজাস’ প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা। আসছে গ্রীষ্মে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। আগামী বছরের এপ্রিলে ফিল্মটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন