চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীক পেতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন নেতা। তারা হলেন- নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সহ-সভাপতি সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে তারা ফরম সংগ্রহ করেন। আজ বুধবার পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম নেয়া যাবে। খুব শিগগির মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি।
নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে দলীয় মেয়র পদে মনোনয়ন দিয়েছে সরকারি দল।
তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ চসিক নির্বাচন। বিএনপিও দলীয় প্রার্থী চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। মেয়র ছাড়াও নগরীর ৪১টি সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে একক প্রার্থী মনোনয়ন দেবে দলটি।
কাউন্সিলর পদে ১৪ জনের মনোনয়ন সংগ্রহ কাউন্সিলর পদে প্রার্থী হতে নগরীর সাতটি ওয়ার্ড থেকে গতকাল ১৪ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান ইনকিলাবকে বলেন, সাতটি ওয়ার্ডে ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে মেয়র পদে কেউ এখনো মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন