বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চোখের জলে তাপসকে চির বিদায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৫৪ পিএম

চোখের জলে তাপসকে চির বিদায় জানালো বাঙালিরা। আজ বুধবার দুপুর একটার পর রবীন্দ্র সদন থেকে কেওড়াতলায় নিয়ে যাওয়া হল তাপস পালের দেহ। সেখানে প্রথমে তাকে গান স্যালুট দেওয়া হয়। তখন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেওড়াতলা মহাশ্মশানে প্রথমে গান স্যালুট। তার পর কিছু ক্ষণের অপেক্ষা। এর পর তাপস পালের শেষকৃত্য শুরু হয়।

সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়-সহ অনেকে। কেওড়াতলায় ছিলেন টালিগঞ্জের শিল্পী, পরিচালক ও কলাকুশলীরাও।

এ দিন বেলা ১১টা নাগাদ গল্ফ গ্রিনের বাড়ি থেকে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয় তাপস পালের দেহ। সেখানে তাকে শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। শ্রদ্ধাজ্ঞাপন করেন একাধিক নেতামন্ত্রীও।

মঙ্গলবার ভোরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছিল অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের। ওই দিন রাতেই তার দেহ বিমানে মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হয়। সরকারি ব্যবস্থাপনাতেই দেহ পৌঁছায় অভিনেতার গল্ফ ক্লাব রোডের বাড়িতে। সেখানে তাপস পালকে শেষ শ্রদ্ধা জানান টলিউডের শিল্পী ও কলাকুশলীরা।

তাপস পালের মৃত্যুর খবর শুনে শোক জ্ঞাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। শোক বার্তায় তিনি লেখেন, ‘তার প্রয়াণে অভিনয় ও রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল। আমি প্রয়াত তাপস পালের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন