শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নার্স-ডাক্তাররা ন্যাড়া হচ্ছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

চুলের মাধ্যমে প্রাণঘাতী কোভিড-১৯ এর জীবাণু সংক্রমণ এড়াতে চুল কেটে ফেলছেন চীনের উহান শহরের নারী নার্স ও ডাক্তাররা। স¤প্রতি চায়না সিনহুয়া নিউজ এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যায়, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে ২০ নার্স ও ডাক্তার তাদের মাথার চুল কেটে ফেলেছেন। এর মধ্যে উহানের নার্সরা বেশি ন্যাড়া হচ্ছেন। ন্যাড়া হওয়া নার্স ও ডাক্তাররা জানায়, ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে মাথা ন্যাড়া করা হচ্ছে। এছাড়া কম সময়ে পোশাক পরে চিকিৎসার দেয়ার প্রস্তুতি নেয়া যায়। আবার এমন কঠিন সময়ে চুলের যতœ নেয়া ঝামেলার। এদিকে, নার্স ও ডাক্তারদের এমন বিসর্জন সব জায়গায় প্রশংসিত হচ্ছে। মাথা ন্যাড়ার ভিডিওটি অনলাইনে প্রকাশের পর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। পড়ে নভেলা করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। সিনহুয়া।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন