বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ার ৯০ ভাগ সেনা নিয়ন্ত্রণে : রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সিরিয়ার সেনাবাহিনী দেশটির শতকরা ৯০ ভাগ ভ‚মি সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে খবর দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি সিরিয়ার জ্বালানী খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ারও আহŸান জানিয়েছেন। শোইগু মঙ্গলবার মস্কোয় এক বক্তব্যে বলেন, সিরিয়ার সেনাবাহিনী স¤প্রতি সেদেশের উত্তরাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশের ৭০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। গত এক মাস ধরে চলা এ অভিযানে সিরিয়ার সেনাবাহিনী ইদলিব প্রদেশের কেন্দ্রীয় শহরের ৩০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে এবং বহু বছর পর আলেপ্পো-দামেস্ক মহাসড়কের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। সেইসঙ্গে তারা পশ্চিম আলেপ্পো থেকে সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে এবং সিরিয়ার বাণিজ্যিক রাজধানী বলে পরিচিত এই নগরী বর্তমানে সেনাবাহিনীর প‚র্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। এ অবস্থায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সিরিয়ার জ্বালানী খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহŸান জানিয়েছেন। আরটি,পার্সটুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন