শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্বপ্নচূড়া আক্কেলপুর ফুটবল একাডেমীর শেষ চেষ্টা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৩২ পিএম

দীর্ঘদিন পড়ে মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। দু’দফা পিছিয়ে এই লিগ ২২ ফেব্রæয়ারি মাঠে গড়ানোর কথা। তবে লিগ শুরুর আগেই দেখা দিয়েছে জটিলতা। শুরুতে ৮ দল নিয়ে নারী লিগ মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ মুহূর্তে বাদ দেয়া হয়েছে একটি দলকে। স্বপ্নচূড়া এন্ড আক্কেলপুর ফুটবল একাডেমী নামের দলটিকে বাদ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অথচ তারা দলবদলে অংশ নিয়েছিল। দলবদলের পরই তাদের বাদ দেয়া হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তারা বাফুফের কাছে আবেদন করেছিল। সেখানেও প্রত্যাখ্যাত হয়ে বুধবার ফের তৃতীয় দফা আবেদন করেছে ক্লাবটি।

সুনামগঞ্জ ও জয়পুরহাটের ফুটবল কর্তারা একাট্টা হয়ে স্বপ্নচূড়া এন্ড আক্কেলপুর ফুটবল একাডেমী নামে দলটিকে নারী লিগে খেলাতে চেয়েছিল। এই লক্ষ্যে বাফুফেতে আবেদনের পাশাপাশি দলবদলেও অংশ নেয় ক্লাবটি। ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে ২৩ জন খেলোয়াড় সংগ্রহ করে প্রস্তুতিও শুরু করেছিল তারা। গত ২৫ জানুয়ারি থেকে ঢাকায় অনুশীলন শুরু করে ক্লাবটি। কিন্তু নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এখন তাদের লিগ খেলাই হুমকির মুখে পড়েছে। জানা যায়, দলবদলের পর তাদের ক্লাবের কর্মকর্তাদের মধ্যে দ্বদ্ব দেখা দেয়। ফলে বাফুফে কোনও ঝুঁকি না নিয়েই ক্লাবটিকে লিগ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। স্বপ্নচূড়া এন্ড আক্কেলপুর ফুটবল একাডেমি আবারো খেলার আবেদন করলে তাদের ফিরিয়ে দেয় বাফুফে। কিন্তু ক্লাবটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। লিগ খেলতে তৃতীয় দফা আবেদন করেছে তারা।

স্বপ্নচূড়ার ম্যানেজার রাকিব হোসেন বলেন,‘আমরা সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মেয়েরা দলবদলে অংশ নিয়ে এখন ঢাকায় থেকে অনুশীলন করছে। তাই আমরা চাইছি যেকরেই হোক মেয়েরা যেন খেলতে পারে। তাদের মন যেন ভেঙে না যায়।’

নিজেদের দ্ব›দ্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজেদের মধ্যে দ্ব›দ্ব থাকলে কী দলের খেলা বন্ধ থাকে? ওই সমস্যা মিটে গেছে। এখন কোনও ঝামেলা নাই। আর সমস্যা থাকলেও তা দলের খেলায় কোনও ব্যাঘাত ঘটবে না। তাই আমরা আজও (বুধবার) বাফুফে ভবনে গিয়ে শেষ চেষ্টা করেছি। যেন আমাদেরকে তারা লিগে খেলার অনুমতি দেয় সে জন্য ফের আবেদন করেছি।’

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ক্লাবটির নিজেদের মধ্যে সমস্যা আছে। এখন এই অবস্থায় তো তাদের খেলতে দেয়া যায় না। যদি তারা খেলার শুরুতে কিংবা মাঝে কোনও সমস্যার সৃষ্টি করে তখন কী হবে? আমরা খুব ভেবে-চিন্তেই দলটিকে লিগে খেলা থেকে বাদ দিয়েছি।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন