শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোদির কাছে পাওনা ৫০ হাজার কোটি রুপি আদায়ে মমতার চিঠি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ৮:১৯ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি জানান, জানুয়ারি পর্যন্ত হিসাবে কেন্দ্রের কাছ থেকে বকয়ো বাবদ ৫০ হাজার কোটি রুপি পাওনা হয়েছে রাজ্যের।

কেন্দ্রীয় তহবিল থেকে আসা অর্থ সাহায্যের পরিমাণ ক্রমশ কমছে বলে চিঠিতে উদ্বেগ প্রকাশ করেন মমতা। পাশাপাশি সেই অর্থও পেতে অনেক দেরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মমতা লেখেন, ‘আমি আপনাকে লিখছি কেন্দ্রীয় তহবিল থেকে রাজ্যকে সাহায্যের পরিমাণ হ্রাস এবং বরাদ্দ অর্থের প্রাপ্তিতেও অত্যধিক দেরির বিষয়ে উদ্বিগ্ন হয়ে।’

এই অস্বাভাবিক পরিস্থিতি রাজ্যের উন্নয়নের বাধার কারণ হয়ে উঠছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও লেখেন, ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপির হার ৫ শতাংশ হলেও পশ্চিমবঙ্গ রাজ্যের জিএসডিপি ১০.৪ শতাংশ। সূত্র: এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন