বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্কুলে যৌনশিক্ষায় পাঠ্যক্রম ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৬ এএম

স্কুলে যৌন বিষয়ক শিক্ষা চালু করতে উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন থেকে শুরু করে এইচআইভি প্রতিরোধ, যৌন সংক্রামক রোগ সম্পর্কে সচেতন করার পাশাপাশি নারী-পুরুষের যৌন মিলনের বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি কিশোর-কিশোরীদের জানাতেই এই উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। জানা গেছে, স্কুলের শিক্ষার্থীদের যৌন বিষয়ক শিক্ষা চালুর জন্য যৌথভাবে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়। গত ১২ ফেব্রুয়ারি এ বিষয়ে বৈঠকও হয়। সার্বিকভাবে এই পাঠক্রম চালু করার আগে শিক্ষার্থীদের যৌন শিক্ষার খুঁটিনাটি জানাতে উদ্যোগ নেবে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য যৌন বিষয়ক শিক্ষার মডিউল চালু করা হবে। আবার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য থাকবে অন্য মডিউল। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন