বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দৃষ্টিনন্দন আল হাম্বরা, বিস্মিত করছে জগদ্বাসীকে

মোহাম্মদ আবদুল অদুদ | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৬:১১ পিএম

স্পেনের আন্দালুসিয়ার ইতিহাসসমৃদ্ধ শহর গ্রানাডা। শহরটির দক্ষিণ-পূর্ব সীমান্তের আসসাবিকা পাহাড়ের ওপর রয়েছে একটি দুর্গ। দুর্গের ভিতরে রয়েছে প্রাসাদ। পুরো জায়গাটিকে বলা হয় আল হাম্বরা। আল হাম্বরা প্রাসাদটি নাসরি রাজবংশের শাসনকালে তৈরি করা হয়েছিল। ১৩০০ শতাব্দীর মধ্যবর্তী সময়ে আন্দালুসিয়া গ্রানাডা আমিরাতের মরিশ শাসকরা নির্মাণ করেছিলেন। তখন এটি রাজার বাসস্থান এবং রাজসভা হিসেবে ব্যবহৃত হতো। ১২৩৮ সালে, মুহাম্মদ ইবনে নাসর গ্রানাডা দখলের জন্য এলভিয়ার দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেন এবং তিনি এর নাম দেন আল-হামার যার অর্থ লাল। কারণ তার দাঁড়ির রং ছিল লাল। এত বিশাল প্রাসাদ ও দুর্গ নির্মাণের জন্য কোনো নকশাবিদের পূর্ব পরিকল্পনা ছিল না। তাই এই মুসলিম স্থাপত্যটির অবিন্যস্ত গঠন দেখে অনেকেই বিস্মিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন