বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

ইদলিবে পাল্টাপাল্টি হামলায় নিহত ২৭ সিরিয়ায় যুদ্ধ বন্ধের আহবান ইইউ’র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি বলছে, নতুন করে সেখানে সরকারি বাহিনীর সামরিক তৎপরতা ‘অগ্রহণযোগ্য’। সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখিয়ে শান্ত থাকতে হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই আহবান জানায় ইইউ। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ইইউ’র বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউরোপীয় কাউন্সিল আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার প্রতি সম্মান দেখিয়ে সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছে। যাতে বাধাহীনভাবে সরাসরি সেখানে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হয়।’ ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর ‘সোচি স্মারকলিপি’ নামে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বৃস্পতিবার ওই চুক্তির অধীন প্রতিশ্রুতিগুলো সম্প‚র্ণর‚পে বাস্তবায়ন ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের আহবান জানায় ইউরোপীয় সংস্থাটি। ইইউ’র বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জেনেভা প্রজ্ঞাপন ও জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের ২২৫৪ রেজুলেশন অনুযায়ী সিরিয়ার বিশ্বাসযোগ্য রাজনৈতিক সমাধানের পক্ষে ইইউ।’ সেইসঙ্গে সিরিয়ার বর্তমান পরিস্থিতির বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলার জন্য আহবান জানিয়েছে সংস্থটি। স¤প্রতি বিদ্রোহীদের সর্বশেষ অবস্থান ইদলিবের দখল নিতে সম্প্রতি রাশিয়ার সহায়তায় অভিযান জোরালো করেছে সিরীয় বাহিনী। এরপর গত বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেন, ইদলিবে তুর্কি সামরিক অবস্থানের আশপাশ থেকে সিরীয় সেনাদের প্রত্যাহার না করা হলে ফেব্রুয়ারির শেষে সেখানে অভিযান চালাবে আঙ্কারা। এরদোগানের এই হুমকির একদিনের মাথায় সেখানে তীব্র লড়াইয়ের কথা জানা গেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সিরীয় বাহিনীর হামলায় তাদের দুই সেনা নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। পাল্টা হামলায় ৫০ জনেরও বেশি সিরীয় সেনাকে হত্যার দাবি করেছে তারা। তবে সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি ব্রিটিশ দাতব্য সংস্থা জানিয়েছে, পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত ২৭ জন নিহত হয়েছে। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের মিত্র রাশিয়ার অভিযোগ বৃহস্পতিবার সিরীয় বিদ্রোহীদের আর্টিলারি (কামান) সহায়তা দিয়েছে তুরস্ক। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরীয় বিদ্রোহীরা ইদলিবের সরকারি অবস্থানে ঢুকে পড়লে তুর্কি সমর্থিত যোদ্ধাদের ওপর বিমান হামলা চালায় রাশিয়া। পাশাপাশি সিরীয় সেনাবাহিনী পাল্টা হামলা চালায় বলেও দাবি তাদের। ব্রিটিশ দাতব্য সংস্থা সিরীয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবারের পাল্টাপাল্টি হামলায় সিরিয়ার সরকার সমর্থক ১১ সেনা ও তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহী গোষ্ঠীর ১৪ সেনা ও দুই তুর্কি সেনা নিহত হয়েছে। অপরদিকে, বিদ্রোহীদের সর্বশেষ অবস্থান ইদলিবের দখল নিতে সম্প্রতি রাশিয়ার সহায়তায় অভিযান জোরালো করেছে সিরীয় বাহিনী। বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেন, ইদলিবে তুর্কি সামরিক অবস্থানের আশপাশ থেকে সিরীয় সেনাদের প্রত্যাহার না করা হলে ফেব্রুয়ারির শেষে সেখানে অভিযান চালাবে আঙ্কারা। এরদোগানের এই হুমকির একদিনের মাথায় সেখানে তীব্র লড়াইয়ের কথা জানা গেছে। ইদলিবে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা পরিচালনার ব্যবস্থা করতে তুর্কি সেনারা সেখানে অবস্থান করছে বলে দাবি করেছেন তুরস্কের যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন আলতুন। রয়টার্স, আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
MD Ershad ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১:০০ এএম says : 0
আচিরেই যুদ্ধ বন্ধ করা হোউক।
Total Reply(0)
নাঈম বি এস এল ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১:০১ এএম says : 0
হে আল্লাহ তুমি মুসলিমদের রক্ষা করো। নিজেরা নিজেরা কিভাবে মারছে মরছে।
Total Reply(0)
সাইফুল ইসলাম চঞ্চল ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১:০১ এএম says : 0
পাল্টাপাল্টি হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।
Total Reply(0)
সাকা চৌধুরী ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১:০২ এএম says : 0
কবে এই রক্তের হলি খেলা বন্ধ হবে।
Total Reply(0)
jack ali ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩১ পিএম says : 0
In syria muslims are not killing muslims.... Basher al asad/iran/hezbolllah/shia from Iraq /russia... they are all ....... they are killing sunni Muslims... May Allah destroy them.. Ameen.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন