শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভাষা শহীদদের প্রতি মনজুর আলমের শ্রদ্ধা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

 মহান শহীদ দিবসে উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে ও সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের উদ্যোগে নগরীর আকবরশাহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা এম মনজুর আলম বলেন, মহান শহীদ দিবস শুধু বাংলাদেশের জন্য বিশেষ দিন নয়, এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘ অধিভুক্ত পৃথিবীর সব দেশেই এই দিবসটি পালিত হয়। পৃথিবীর ইতিহাসে নিজের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা এটাই প্রথম। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সহকারী অধ্যাপক মো. আবু ছগির, কাজী মাহবুবুর রহমান, অসীম চক্রবর্তী, লোকমান আলী, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন